• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জ্যান্ত পুড়িয়ে মারার মামলায় গ্রেপ্তার নার্গিস ফকরির বোন, ভ্রূক্ষেপ নেই অভিনেত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:৫১ পিএম
জ্যান্ত পুড়িয়ে মারার মামলায় গ্রেপ্তার নার্গিস ফকরির বোন,  ভ্রূক্ষেপ নেই অভিনেত্রীর

জোড়া খুনের মামরায় বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়া ফকরিকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকায়। তার বিরুদ্ধে নিজের প্রেমিক এবং তার বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আলিয়াকে আদালত তোলা হলে তাকে জেল হেফাজত দেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর এই মꦜামলার পরবর্তী শুনানি।

আর বোন ♚নার্গিসকে দেখুন, বোনকে নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই। নার্গিস এসব নিয়ে চিন্তা না করে নিজের সিনেমার প্রচ൩ার নিয়ে ব্যস্ত নিয়েই ব্যস্ত। হ্যাঁ, এমনটাই করলেন রকস্টার অভিনেত্রী।

বলিউডের পর্দায় বহুদিন নেই এই অভিনেত্রী। টুকটাক অবশ্য বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এবার বহুদিন পর ‘হাউজফুল ৫’ ছবিতে অভিনয় করবেন নার্গিস। সম্প্রতি সেই ছবির প্রচারই করেছেন ইনস্টাগ্রামে। একটি ছবি পোস্ট করে ন🏅ার্গিস লিখলেন, আমরা আসছ🐈ি…।

সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন 🅘ধরিয়ে দ✱েওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় বলেই খবর।

জানা গেছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে। তারা অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন নাকি আবার জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্র𝓀েমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। স্থানীয়🍸 পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তার মা-ও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হ💝ওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তারা শুধুই বন্ধু ছিলেন।

𒆙এদিকে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। তিনি জানান, আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’র মতো সিনেমা দিয়ে বলিউড সফর শুরু করেছিলেন নার্গিস। অভিনয়ে তেমন নজর কাড়তে না পারলেও তার রূপমুগ্ধর সংখ্যা নেহাত কম নয়। এক সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। ২০১৭ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর পর পরিচালক ম্যাট আলোনজোর প্রেমে পড়েন নার্গিস। অল্প সময়ে সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২৪ সালে অভিনেত্রীর একটিও সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৫ সালে তাকে ‘ওহাউজফুল ৫’ সিনেমায় দেখা যাবে। তেলুগু সিনেমা ‘হরি হর বীরা মাল্লু’তেও অভিনয় করেছেন নার্গিস।

Link copied!