• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পর্যটন স্পটে অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১০:২০ এএম
পর্যটন স্পটে অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু
কামিলা বেলিয়াতস্কায়ার। ছবি: সংগৃহীত

ঢেউয়ের কবলে পড়ে এক অভিনেত্রীর মর্মান্তিক মৃত্💜যু হয়েছে। রাশিয়ান এই অভিনেত্রীর নাম কামিলা বেলিয়াতস্কায়ার। জানা গেছে, ২৯ নভেম্বর থাইল্যান্ডে ছুটি কাটাতে দেশটির একটি পর্যটন স্পটে যোগব্যায়াম করার সময় ঢেউয়ের কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু এই অভিনেত্রীর। কামিলার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিꦛচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। সামাজিক🍒 যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারꦉকারী দলের সদস্যরা। পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর꧟্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে।

তিনি বলেন,☂ বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়। এ♏কইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।

অভিনেত্রী কামিলা একজন রাশিয়ান বংশোদ্ভূত। বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্♑যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হলো নবাগত এই তারকার।&nbs✱p;

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!