• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খোকার লাশ


শাহেদ শফিক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৩৯ পিএম
খোকার লাশ

জোনাক তারা দেখবো বলে
গেলাম ছাদের ঐ কোণায়
নীল পরীরা খেলছে তখন
প্রজাপতির দুই ডানায়।

শাহি রাহি সবাই মিলে 
ছাদে যখন খেলছিলো
ঠিক তখনি মাথার ওপর
হেলিকপ্টার ঘুরছিলো

আস্তো বড় হেলিকপ্টার 
দেখে মোরা ভাবছিলাম
কত্তো সুন্দর রঙে আঁকা
অবাক হয়ে দেখছিলাম

ভাবছিলাম মা মোদের নিয়ে 
ঘুরবে ওরা নীল আকাশ
ছুড়বে ওরা দিক বিদিকে,
আমরা হবো হিরক রাজ

একটু পরে কী যেন কী
ছুড়লো ওরা মোদের দিক
হাত বাড়িয়ে রাখলো মিতু
ভাবছিলো সে খেলনা ঠিক

আহাদ, রিয়া, নুহাদেরকে
বলছিলাম দাও বুক পেতে।
গুল্লি-বাঁশি-আতশ ছাড়া 
আর কী রবে ঐ তাতে?

ওমনি মাগো আকাশ থেকে
বুলেট এসে চিড়লো বুক
নুহার গেলো দু’টি নয়ন
রাহির গেলো পূর্ণ মুখ।

আলিফ ইফাত পড়লো নুয়ে
রিয়ার নেই তো অর্ধপাশ।
সামির দেহ রক্ত মাখা
মায়ের কোলে খোকার লাশ।

Link copied!