• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ের ভাষা


রুপক চৌধুরী
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০১:১৩ পিএম
মায়ের ভাষা

যত মানুষ থাকুক ভবে 
মায়ের মতো নয়
হাজার ভাষা এক হলে কি 
মায়ের ভাষা হয়।

মাতৃভাষার মধুর ধ্বনি 
কর্ণে ঢালে সুধা,
যেমনি করে মায়ের স্নেহ 
মিটায় প্রাণের ক্ষুধা।

প্রাণ দিয়েছে রফিক শফিক 
সাধে কি আর ভাই,
বাংলা মায়ের মুখের ভাষার 
জুড়ি যে তার নাই।

হলেন তাঁরা স্মরণীয় 
এই না ভুবন মাঝে,
একুশ হলো বরণীয় 
বিশ্ববাসীর কাছে।

ধন্য মায়ের ধন্য ছেলে 
সবে হলো তাঁরা
মায়ের ভাষার মান বাঁচাতে 
প্রাণ বিলালো যাঁরা।

পৃথিবীতে এমন নজির 
মেলা বড় ভার,
কে দিয়েছে জীবন বলো 
ভাষার তরে আর!

গর্ব ভরে বলতে পারি 
বাংলা আমার ভাষা,
মায়ের হাসির মধু মাখা 
কোটি প্রাণের আশা।

Link copied!