• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শঙ্কিত মননে


মো. শাহনেওয়াজ কবির ইমন
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৪৫ পিএম
শঙ্কিত মননে

বরষা কাঁদালে বলো, শ্রাবণের কী দায়?
মেঘলা মনে কখনো, ভালোবাসা কী হয়?
আকাশে ঘনালে মেঘ, বরষা মুখর হয়;
হঠাৎ উদাসী মন কেন ছোটে অজানায়!

হৃদয় হারালে বলো, প্রেমের কী দায়!
একেলা প্রেম কখনো, ঠিকানা খুঁজে পায়?
মনের গভীরে কেন ওঠে ঢেউ বারে বার
জানি না মানুষ কেন ভালোবাসে বার বার?

শীতল ঝড়ো হাওয়া বহে কি গো নীরবে!
জীবনে আলোছায়া আসে নাকি সরবে?
আকাশের কান্না কেন, আসে শুধু বরষায়!
অভিমানী মন কেন ভালোবাসা ফিরে চায়?

হাজারো প্রশ্ন যখন ঘিরে ফেলে নিজেকে;
আঁধারের বুক চিরে হৃদয়ে তুফান হাঁকে।
বারে বারে আহ্বানে মন যদি বা সাড়া দেয়,
এমন বরষায় কি ভালোবাসা ফিরে যায়?

যতই আকাশ জুড়ে সঘনে মেঘেরা ডাকে;
সূর্যটা উঁকি দেয় তাদেরই আড়াল থেকে।
মেঘের কান্নাতে যদি, ও মনে আঁধার ঘনায়,
রেখে দিও রোদেলা দুপুর, ও মনের আঙিনায়।

Link copied!