চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে শোচনীয়ভাবে হেরে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরু 🌄হবে অ্যাডিলেডে শুক্রবার থেকে। অথচ, তার আগে দীর্ঘ হচ্ছে অজি শিবিরে ইনজুরিগ্রস্থদের তালিকা। এবার নতুন সংযোজন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
জানা গেছে, নেটে ব্যাটিং অনুশীলন করার সময় আঘাত পান তিনি। এরপরই ড্রেসিং রুমে ফিরে যেতে হয় তাকে। এই সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বি❀তীয় টেস্ট গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া🔯র কাছে। গত টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন স্মিথ সহ অজি ব্যাটাররা। তাই এবার সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। কিন্তু অনুশীলন করতে গিয়ে চোটের কবলে পড়ছেন ক্রিকেটাররা।
ইতোমধ্যেই ইনজুরির কারণে ছিটকে গেছেন তিন বছর আগে দুরন্ত বোলিং করা সেই জোশ হেজেলউড।🐭 ২০২১ সালে অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রানে ৫টি উইকেট নিয়েছিলেন হেজেলউড। এবার প্রথম টেস্টে দল হারলেও বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি।
এবার নতুন করে স্মিথের আঙুলে চোট পাওয়া যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া দলে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে অনুশীলন করার সময় হঠাৎই আঙুলে বল লা♕গে স্মিথের। সঙ্গে সঙ্গে নিজের গ্লাভস খুলে ফেলেন তিনি। ব্যাথায় নাড়াতে থাকেন হাত। এরপর ছুটে আসেন দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর নেট ছেড়ে ড্রেসিংরুমে চলে যান তিনি। জানা যাচ্ছে, মার্নাস ল্যাবুশানের ছোড়া বলে আঘাত পেয়েছেন স্মিথ। এর পরিস্থিতি কী তা এখনই বলা মুশকিল।
প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন স্মিথ। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক হয়েছিলেন তিনি এবং দ্বিতীয় ইনিংসে ৬০ বলে ১৭ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্মিথ। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৯৭০২, গড় ৫৬.৪০। স্মিথ টেস্টে ৩২টি শতক এবং ৪১টি অর্ধশতকও করেছেন। এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে ২০টি টেস্ট খেলেছেন তিনি। রান করেছেন ২০৫৯ এবং গড় ৬২.৩৯। সিরিজটিতে অস্ট্রেল💧িয়ার জিততে স্মিথের ব্যাট থেক♕ে রান আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই অজি শিবির আশা করছে তার এই ইনজুরি বড় আকার ধারণ করবে না।