দারুণ এক সুখবর বাংলাদেশের ফুট💙বলের জন্য। বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির কোচ জয়া চাকমা ভারতের কমলা বাসিন বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন সাবেক এই ফুটবলার।&n♈bsp;
জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের নানা শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়। জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যা🌼ওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে জয়া এই পুরস্কার লাভ করলಌেন।
দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন করা হয়। সেখান থেকে বাছাই করে ৪ জনকে এই পুরস্কার প্রদান করꦚা হয়। জয়া ছাড়া বাকি তিনজনের ২ জন ভারতের এবং ১ জন শ্রীলঙ্কার।