• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ট্রাম্প-মোদির ঘুম কেড়ে নেবে চীনের নতুন স্বর্ণখনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৭:১৯ পিএম
এবার ট্রাম্প-মোদির ঘুম কেড়ে নেবে চীনের নতুন স্বর্ণখনি
ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় সোনার খনি সন্ধান পেয়েছে চীন। হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে আবিষ্কৃত সেই খনির স্তরে স্তরে মজুদ এক হাজার টনের বেশি সোনা। বাংলাদেশি টাকায় ꦦযার দাম গিয়ে দাঁড়াতে পারে ১০ লাখ কোটিরও বেশি।

এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনির মালিক 🎶ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানকার ‘সাউথ ডিপ’ খনিতে𝔉 মজুদ রয়েছে ৯০০ টন হলুদ ধাতু। এবার সেই রেকর্ড ভেঙে হাজার টনের বেশি মজুদের স্বর্ণখনির মুকুট উঠে এলো বেজিংয়ের মাথায়। যা আর্থিক দিক থেকে চীনকে আরও শক্তিশালী করল।

চীনের এই স্বর্ণখনি আবিষ্কারের খবর শুক্রবার (৩০ নভেম্বর) জানাজানি 𝔉হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। হু হু করে বাড়তে থাকে সোনার দাম। রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে যেখানে সোꦰনার দাম তলানিতে নামছিল, সেখানে এবার তর তর করে বেড়ে যাচ্ছে।

তবে প্রাথমিকভাবে সোনা মজুদের যে হিসাব পাওয়া গেছে, সুপার কম্পিউটার পরিচালিত থ্রি ডি মডেলিং পদ্ধতি ব্যবহার করে আবিষ্কৃত খনির গℱভীরে গিয়ে আরও অতিরিক্ত সোনা পাওয়ার সম্ভাবনার কথা বলছেন বিজ্ঞ෴ানীরা।

এদিকে, চীনে সর্ববৃহৎ⛄ স্বর্ণখনির আবিষ্কারের খবরে বিচলিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেস⛄িডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে টেনশনে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্বর্ণখনির ওপর ভর করে বেইজিং-এর অর্থনীতি দৌড়তে শুরু করলে আমেরিকার বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ বাড়িয়ে দেবেন। এতে ওয়াশিংটনের পক্ষে সরাসরি শুল্ক যুদ্ধে নামা একেবারেই কঠিন হয়ে পড়বে। তাতে ‘ব্যাকফুটে’ পড়বেন ট্র𝔍াম্প।

ঠিক একই কথা প্রযোজ্য ভারতের মোদি সরক💞ারের ক্ষেত্রেও। চীনের সর্ববৃহৎ স্বর্ণখনির সন্ধান পাওয়ার ঘটনায় মুম্বাই থেকে মুখ ফিরিয়ে বেইজিংয়ের রাস্তা ধরায় উৎসাহ পাবেন বিনিয়োগকারীরা। ত✅াতে বেকায়দায় পড়বেন মোদি।

Link copied!