• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এফবিআই-প্রধান হিসেবে ‘ভারতীয়কে’ বেছে নিলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০১:৪২ পিএম
এফবিআই-প্রধান হিসেবে ‘ভারতীয়কে’ বেছে নিলেন ট্রাম্প
কাশ প্যাটেল। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভুত কাশ প্রমোদ প্যাটেলকে যুক্তরাষ্ট্রের কেন্দℱ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩০ নভেম্বর) ট্রাম্প এফবিআইয়꧟ের পরিচালক হিসেবে কাশের নাম ঘোষণা করেন।

ভারত থেকে অভিবাসী হয়ে🌳 যুক্তরাষ্ট্ꦿরে যাওয়া পরিবারের সন্তান কাশ প্যাটেল। তার বাবা ভারতীয় অভিবাসী।

আইনবিদ প্যাটেল ট্রাম্পের প্রথম💞 মেয়াদে তিনি উচ্চপর্যায়ের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প কাশ প্যাটেলের ন♐াম ঘোষণা করেন।

ট্রুথ সোশ্যালে 🀅দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “কাশ একজন দক্ষ আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা। তিনি দুর্নীতির তথ্য তুꦗলে আনা, ন্যায়বিচার রক্ষা, আমেরিকার জনগণকে রক্ষা করতে কাজ করেছেন।”

ট্রাম্প আরও বলেন, কাশ আমেরিকায় মহামারির মতো বাড়তে থাকা অপরাধ দমনে, অভিবাসী অপরাধী চক্রকে গুঁড়িয়ে দিতে এবং স𝓀ীমান্♚তের ওপারে মানব ও মাদক পাচার বন্ধ করতে কাজ করবেন।

এফবিআইয়ের বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার রে। ২০১৭ সালে ১০ বছরের জন্য সংস্থাটির পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। পরে তার অধীনে এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে। এখন নতুন মনোনয়ন দেওয়া🥂য় তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে চাকরিচ্যুত করা হবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!