তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪০ জনকে ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উল্ল🌳েখযোগ্য উদ্ভাবনী উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য লাবণ্য মিডিয়ার পক্ষ থেকে তাদের সম্মানিত করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসꦅ্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক নাসিম আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘নারীরা প্রযুক্তি ব্যবহার করে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। একইভাবে বাইরেও তারা চাকরি করছেন। সমাজে এখন আর নারীরা পিছিয়ে নেই। আগে রাতে কাজের প্রয়োজনে নারীরা বাইরে থাকলে সামাজিক ও পারিবারিক নানা প্রতিকূলতা মোকা🌱বিলা করতে হত। এখন আর তেমন বাধা নেই। এখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ছেলে-মেয়েরা উদ্যোক্তা হচ্ছেন। একজন মেয়ে উদ্যোক্তা পরিবারকে সার্পোট দিচ্ছেন।’
প্রধান অতিথি আরও বলেন, ‘নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। প্রবল ইচ্ছা শক্তিই তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। চাকরির পরিসর যেহেতু কম সেজন্য উদ্যোক্তা তৈরি করতে পারলে এ দেশে বেকার সংকট কমে যাবে।’ তরুণ উদ্যোক্তা তৈরি🐻তে লাবণ্য মিডিয়ার এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান প্রধা💧ন অতিথি।
আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার 🍸মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, ‘যারা পণ্য বা আইডিয়া বিক্রি করে অর্থ উপার্জন করেন বা করার চেষ্টা করছেন অথবা অন্যকে উৎসাহিত করছেন সেইসব উদ্যোক্তাদের স্বীকৃতি এবং উৎসাহ দিতেই আজকের এই আয়োজন।’
লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক স্ন✅িগ্ধা হোসাইন প্রিয়া বলেন, ‘ আজকের এই আয়োজন তৃণমূল থেকে শুরু করে বড় বড় শিল্পপতি, উদ্যোক্তাদের একই মঞ্চে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ🥃িয়ান কনসালটেন্ট ফোরাম দি রিপাবলিক অব সার্বিয়া মিস্টার মিলান ক্রিস্টোনিস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ সংগী൩তশিল্পী ও সংগঠক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ, এসএ প্লাইউড কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়া🥃র্ড গ্রহণ করেন ২০২৪ সালের মিস বাংলাদেশ ফেরদৌসী তানভীর ইচ্ছা, ইফ্লুয়েন্সার লায়লা, চিত্রনায়িকা ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, ꧋চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা তানিন সুবহা প্রমুখ।
আয়োজনে সংগীত পরিবেশন করেন ইয়াং স্টার সিজন ২ চ্যাম্পিয়ান জ⛦াহিদ অন্তু, নাসরিন আক্তার মুক্তা, মহুয়া লিপি, মোস্তাক আহমেদ, শিলা মল্লিক, শিল্পী আক্তার রিয়া।
এছাড়া নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আঁখি চৌধুরী, অনিক রহমান অভি, অর্পিতা মন্ডল শ্রেয়া, আমেনা পারভীন রুপা, মডেল নাহার কণা, নৃত্যপরিচালক নীলরাজ ও রিয়ꦯা মনি রিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাওন রহমান এবং সাজু।