• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বিভিন্ন এলাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৩:২১ পিএম
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বিভিন্ন এলাকা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় বেশ কয়েকটি দাবানলের প্রভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওꦏয়া হচ্ছে।🙈 

রোববার (১৭ নভেম্বর) রাজ্যজুড়ে দা𒅌বানলের প্রভাব𓄧 শুরু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। 

খবর গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, 🤡দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্ব💫ংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

দেশটির দমকল কর্তৃপক্ꦰষ রোববার বলেছে, রাজ্যের 𝓀পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের দুটি স্থানে দাবানল সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে।

ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, দুটি স্থানে দাবানলের প্রভাবে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে। সেই জায়গা স্থানগুলোতে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেসব এলাকায় মজুতকৃত শস্য এবং কৃষি জমিরও ব꧑্যাপক ক্ষতি হয়েছে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছ﷽েন। তবে এখন 𓆉পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোববার বিকালে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবা🌜হিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২০ সালের অক্সফোর্ড ইউনিভার্সিটির সমীক্ষায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ১৯০০ সাল থেকে তীব্র আগুন ও দাবানলের ঝুঁক♏ি ৩০ শতাংশ বে𝕴ড়েছে।

Link copied!