• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাস্তার পাশে দোকানের মোমো খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ আরও ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০২:৫৮ পিএম
রাস্তার পাশে দোকানের মোমো খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ আরও ২০

স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁয় বর্তমানে জনপꦛ্রিয় এক খাবার মোমো। ছোট-বড় সবার কাছে বেশ পছন্দের। রাস্তার পাশের দোকান থেকে সেই মোমো খাওয়াই কাল হলো। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রাণ গেল এক নারীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এ ছাড়া বিভিন্ন স্থানে ওই একই বিক্রেতার মোমো খেয়ে খাদ্য বিষক্রিয়ার শিকার হয়েছেন আরও অন্তত ২০ জন।

ভারতের হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকায় এ ঘটনা ঘ🐻টেছে বলে জানিয়েꦰছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, রেশমা বেগম (৩৩) নামের এক নারী এবং ১২ ও ১৪ বছর বয়সী তার দুই মেয়ে শুক্রবার খয়রাতাবাদে রাস্তার পাশের এক বিক্রেতার কাছ থেকে ম💝োমো খেয়েছিলেন। এরপরই তাদের ডায়রিয়া, পেটব্যথা ও বমি শুরু হয়। 

এরপর রোববার সকালে রেশমা মারা যান এবং তার মেয়েরা চিকিৎসাধীন। রেশমা বে🔴গমের স্বামী নেই বলে 💙জানা গেছে। 

বানজারা হিলস থানার উপপরিদর্শক রাম বাবু সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ♔“আমরা গতকাল একটি অভিযোগ পেয়েছি যে, রেশমা বেগম নামের এক নারী মারা গেছেন 💙এবং ১৫ জন বিভিন্ন স্থানে একই বিক্রেতার কাছ থেকে মোমো কিনে খাওয়ার পরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। আমরা একটি মামলা করেছি এবং বিষয়টি তদন্ত করছি।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বিক্রেতা কোনো খাদ্য সুরক্ষা লাইসেন্স ছাড়াই কাজ করছিলেন এবং অস্বাস্থ্যকর 𝔍পরিবেশ খাবার তৈরি করা হয়েছিল।

মোমো তৈরি করতে ব্যবহৃত ময়দা কোনো প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। ওই রেফ্রিজারেটরের দরজাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্ত খাদ্য বিক্রেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করে ব🍎িশ্লেষণের জন্য তা ল্যাব পাঠানো হয়েছে বলে জান𓃲িয়েছে পুলিশ।

Link copied!