• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


থানায় হামলা করে পুলিশদের আটকে রাখে ২০০ বানর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০২:১৩ পিএম
থানায় হামলা করে পুলিশদের আটকে রাখে ২০০ বানর

থাইল্যান্ডে প্রায় ২০০ বানরের একটি দল একটি পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘণ্টা আটকে রেখেছিল। শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানী লপবুরিতে এমনই এক ঘটন꧂া ঘটেছে। 

উচ্ছৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য থাইল্যান্ডের এই নগরের বা♍সিন্দাদের জন্য নতুন নয়। অনেক দিন ধরেই তারা বানরের অত্যাচারে অতিষ্ঠ। সেখানে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে।

খাবারের খোঁজে বানরের দল 💙যখন-তখন লোকালয়ে যেখানে–সেখানে হানা দিচ্ছে। কখনো কখনো সেগুলো আক্রমণাত্মকও হয়ে ওঠে। উচ্ছৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নি🃏র্মাণ করেছে। কিন্তু তাতে সব সময় শেষ রক্ষা হচ্ছে না।

যেমনটা হয়েছে থাইল্যান্ডের লপবুরি পুলিশ স্টেশনে। শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে আসেꦉ এবং নগরজুড়ে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হানা দেয়।

পু💞লিশ ক্যাপ্টেন সোমচাই সিদি সোমবার এএফপিকে বলেন, ‘খাবারের খোঁজে সেগুলো (বানরের দল) থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাদের আটকাতে আমরা ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ এই পুলিশ কর্মকর্তার ভয় ছিল, বানরের দল ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালাতে পারে। তছনছ করতে পারে নথিপত্রসহ পুলিশ স্টেশনে থাকা জিনিসপত্র।

সোমচাই সিদি বলেন, শনি ও রোববার পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা-জানালা বন্ধ♑ করে থাকতে হয়।

পরে বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের পুলিশ স্টেশনে ডেকে আনতে হয়। তারা এসে দখল🦂দার হামলাকারীদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন। রোববার এক ফেস🎀বুক পোস্টে পুলিশই এ কথা জানিয়েছে।

তবে সব বানর এখনো থানা ছেড়ে যায়নি। বেশ কয়েকটি বানরকে থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে। খাবারের খোঁজে বানরের আবাসিক এ🔯লাকায় আক্রমণ ঠেকাতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ রাস্তায় নেমে সেগুলোকে ধরার চেষ্টা করছে।

Link copied!