• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মালাইকার হাতে ব্যাগের মূল্য কত জানেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১১:৪৯ এএম
মালাইকার হাতে ব্যাগের মূল্য কত জানেন?
মালাইকা আরোরা । ছবি: সংগৃহীত

বলিউডের গ্ল্যামারাস ডিভা মালাইকা আরোরꦑা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার ফ্য়াশন সেন্স নিয়েও চর্চা চলে নেটদুনিয়ায়। বয়স যে কেবলি সংখ্যা, তা বহুবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী। আগামী ২৩ অক্টোবর বলিউডের ‘মুন্নী’ ৫১ বছর বয়সে পা দে🅷বেন। বয়সের সংখ্যাকে চলমান রেখে, নিজের শরীরি সৌন্দর্য ঠিকই স্থির রেখেছেন এই অভিনেত্রী।

ফ্যাশন সচেতন মালাইকা বরাবরই বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ব্যয়বহুল পরিধেয় পোশাকে রাখেন নান্দনিকতা। ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রেও তার ব্যত্যয় ঘটে না। কয়েক দিন আগে মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে আ♉বেদনময়ী লুকে ফ্রেমবন্দি হন মালাইকা💛। এ মুহূর্তের একাধিক ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

একটি ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন মালাইকা। তার পরনে সাদা রঙের ম্যাক্সি ড্রেস, রং মিলিয়ে পরেছেন স্যান্ডেল, হাতে ছোট একটি ব্যাগ। মালাইকার গর্জিয়াস লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার হাত ব্যাগটি নিয়ে চলছে জোর চর্চা। কারণ এ ব্যাগের💃 মূল্য জানলে অনেকে অবাক হবেন।

সম্প্রতি  পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মালাইকার 🔥ব্যাগটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড টড’স। এর মূল্য ১ লাখ ৮ꦅ৭ হাজার ৮৭৪ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৮ হাজার টাকার বেশি)।

প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানের ওয়েব সাইট ভিজিট করেও পাওয়া যায় মালাইকার হাতব্যাগটি। তাতে জানা যায়, অফ হোয়াইট রঙের চামড়ার ব্যাগটির দৈর্ঘ্য ৩২ সেন্টিমিটার, প্রཧস্থ ২১ সেন্টিমিটার, গভীরতা ১৫ সেন্টিমিটার।

 মালাইকা আরোর। এক নামেই সবাই তাঁকে চিনে যাবেন। বলিউডের সব থেকে বেশি চর্চিত অভিনেত্রী তিন💖ি। তার আইটেম ডান্স মানেই সুপার-ডুপার হিট।  ‘চল ছাইয়া ছাইয়া’-র মতো একের পর এক হিট ডান্স আছে মালাইকার। তিনি কখনই লিড রোলে অভিনয় করেননি। গোটা ছবিতে বড়জোর একটা নাচ।  তাতেই হিট।

Link copied!