মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা বা নবম গ্রেড করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইন🌄ি চিকিৎসকরা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রো🐻ববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালের ভেতরে দেশের সব প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার অবস্থান নিয়ে দাবি জানান আন্দোলনকারী চিকিৎসকরা। পরে দুপুর ১টায় তারা শাহ𝓀বাগ অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, দাবি না মা🥀না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোনো বিশ্𓃲বাসযোগ্য সোর্স থেকে আশ্বাস না পেলে তারা সেখান থেকে যাবেন না।
আন্দোলনে অবস্থানরত একজন ট্রেইনি বলেন, “ꦺআমাদের এখন ২৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়, তাও ঠিকমতো দেওয়া হয় না। এই টাকা দিয়ে কীভাবে চলা সম্ভব। সবকিছু বিবেচনা করে সর্বনিম্ন হলেও আমাদের ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া উচিত।”