• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঝড় তুলতে আসছে ‘নয়া বাতাস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:৫২ পিএম
ঝড় তুলতে আসছে ‘নয়া বাতাস’
নয়া বাতাসে গানে নাচছেন একঝাঁক তরুণ শিল্পী। ছবি: সংগৃহীত

‘আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়’ সেই নয়া বাতাসে নাচে গানে গল্পে মিলিত হলো একঝাঁক তরুণ জনপ্রিয় শিল্পী কলাকুশলী। রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয় এর সুর ও সংগীত আয়োজনে কন্ঠ দিলেন নয়া দামানখ্যাত কণ্ঠশিল্পী তসিবা বেগম,  সাথে ছিলেন এ সময়ের জনপ্রিয় র‍্যাপার রিযꦛান ।  

গীতিকবি রকিব আলী জানান ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়𝓰েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের স📖র্বোচ্চ চেষ্টাটা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের জন্য।’

নয়া বাতাস গানকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেন নির্মাতা বিপ্লব হোসেন,  ডিওপি কমল চন্দ্র দাস এর চিত্রগ্রহনে রোহান বেলাল এর কোরিওগ্রাফিতে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী সহ প্রায় ১০০ সহশিল্পী।
কাজটি নিয়ে নির্মাতা  বিপ্লব হোসেন বলেন ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’
গানের শিল্প নির্দেশনা দিয়েছেন আমিনূর ইসলাম, সম্পাদনা ও রংবিন্যাস  করেছেন ফকরুল ইসল𝓀াম।

গানটি ঝড় তুলতে আগামী ২৪ ডিসেম্বর এইচ বি ফিল্মস ও রকেট মিউজিক এর অফিসিয়াল ইউটি꧑উব চ্যানেল এ গানটি মুক্তি পাবে।

Link copied!