টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কালিহাতী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান ♕এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্ত🅘িত্বে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় অস্ত্র, ১টি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া এলাকার গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইলের মির্জাপুরের বেলতৈল উত্তরপাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), হাট ফতেপুর এলাকার মৃত এক্কাবর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮🃏), ভূঞাপুর উপজেলার উত্তর চর বিহারী এলাকার রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), সিরাজকান্দি মাস্টারপাড়া এলাকার মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮), কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।
সংবাদ সম্মেলনে এএসপি আব্দুল্লাহ আল ইমরান🐓 জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।
সংবাদ সম্মেলনে কাল🌄িহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়াসহ থানার অন্যান্൲য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।