টিভির বেশ কয়েকটি নাট💞কে অভিনেতা অপূর্ব ছিলেন মেহজাবীনের সঙ্গী। এই জুটির প্রায় নাটকই দর্শক সমাদৃত হয়েছে। মন ছঁয়েছেꦕ। মেহজাবীনের সঙ্গে এবার নেই অপূর্ব । নতুন করে তার সঙ্গী হলেন অভিনেতা ইয়াশ রোহান।
নির্মাতা রবিউল আলম রবির নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’-এ মেহজাবীনের সঙ্গী হয়ে অভিন🏅য় করছেন ইয়াশ। এতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইয়াশকে।
ওয়েব🅷 ফিল্ম নিয়ে কো👍নো আভাস না দিলেও এরই মধ্যে থিম পোস্টার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। পরে আরও একটি পোস্টার শেয়ার করে জানিয়েছে ফিল্মটির মুক্তির তারিখ। জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘ফরগেট মি নট’।
গল্প সম্পর্কে এখনই কোনো আভাস দেননি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ধার𝔍ণা দিয়ে শুধু লিখেছেন, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’ চরকি𓆏র বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’-এর চতুর্থ ওয়েব ফিল্ম এটি।
এ প্রজেক্ট থেকে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল চরকি। যে ফিল্মগুলোর তত্ত্বাবধায়নে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরই মধ্যে এ প্রজেক্টের অধীনে ফারুকী নির্মিত দুটি ওয়েব ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’ এবং অন্যটি শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দর্শক প্রশংসা পেয়েছে।
মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান ছাড়াও ওয়েব ꧃ফিল্মটিতে অভিনেত্রী বিজরী বরকতউল্লা🎉হ ও ইরফান সাজ্জাদের মতো তারকাদের দেখা যাবে।
এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’। যেটি পরিচ🃏ালনা করেছেন মাকসুদ হোসেন।
কানাডার টরন্টোতে আগামী ৫ সেপ্টেম্বর বসছে কান চলচ্চিত্🌜র উৎসবের পর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ৪৯তম আসর। ১১ দিনব্যাপী এ উৎসবে থাকছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’।