• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইনিংসে ৭ উইকেট নিয়ে কিশোর ফারহানের বিরল রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০২:৫৩ পিএম
ইনিংসে ৭ উইকেট নিয়ে কিশোর ফারহানের বিরল রেকর্ড
সতীর্থের সঙ্গে উইকেট লাভ উদযাপন ফারহানের (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার 🐲ক্রিকেট ম্যাচ খেলতে নেমেই একটি রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ফারহান আহমেদ। পরদিন শুক্রবার বল হাতে তিনি গড়লেন আ🎶রেক ইতিহাস। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই ১৬ বছর বয়সী কিশোর অফ স্পিনার।

কাউন্টি চ্য🌺াম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নিয়েছেন ফারহান।

ট্রেন্ট ব্রিজে তিনি এই ম্যাচ খেলতে নামেন ১৬ বছর ১৮৯ দিন বয়সে, হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের স♍র্ღবকনিষ্ঠ ক্রিকেটার।

প্রথম দিন তিনি নেন ৪ উইকেট। দ্বিতীয় দিন ধরেন আরও তিন শিকার। ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে ইনিংসে ꦕপাঁচ বা এর বেশি উইকেট নিতে পারেননি আর কেউ।

ফারহান ছাড়িয়ে গেলেন হামিদউল্লাহ কাদরিকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন টু’র ম্যাচে ২০১৭ সালে ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্ꩵরেণির অভিষেকে গ্ল্যামরগনের বিপক্ষে ৬৩ রান🎐ে ৫ উইকেট নিয়েছিলেন হামিদউল্লাহ, ওই ম্যাচ শুরুর দিনে তার বয়স ছিল ১৬ বছর ২০৩ দিন।

কাউন্টিতে অভিষেক হলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে ফারহানের অবশ্য এটি প্রথম ম্যাচ নয়। বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এই মাসের মাঝামাঝি তার প্রথম শ্রেণির অভিষেক হয় ইংল্যান্ড লায়ন্সের হয়ে। চা🎉র দিনের ওই ম্যাচে এক ইনিংস𒅌ে বোলিং করে তিনি নেন ৩ উইকেট।

এবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নাম লেখালেন রেকর্ড বইয়ে। ফারহানের আরেকটি পরিচয়, তিনি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলা লেগ স্পিনার রেহান আহমেদের ভাই। ২০ বছর বয়সী রেহান এই মুহূর্তে ইং✱ল্যান্ড দলের বাইরে আছেন। তিনিও কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন, 🌸লেস্টারশায়ারের হয়ে।

Link copied!