ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সাꦇমান্থা রুথ প্রভু নিজেকে অনন্য উচ🍸্চতায় নিয়ে গেছেন। গ্লামার, চেহারা আর অভিনয়গুণে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন এই নায়িকা।
তবে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রী। কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্য়ের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। এরই মধ্যে সোশাল মিডিয়ায় কেরালার যৌন হয়রানি নিয়ে কথা ব🍌ললেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মালয়ালম অভিনেত্রী। সে বছꦰরের জুলাইয়ে অভিনেতাকে গ্রেপ্তার করে জেলে পা🗹ঠানো হয়। কিন্তু এর কিছুদিন পরই জামিনে বের হন অভিনেতা।
পুনরায় বিচার শুরু হলেও বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ আনা হয় দিলীপের বিরুদ্ধে। কিন্তু তা আমলে নেননি কেরালা হাইকোর্ট। এরপরও দমে যাননি অভিনেত্রী। অভিনেত্রীর পাশে তখন দাঁড়াতে থাকেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। বিষয়টি নিয়ে বেশಞ চাপে পড়ে কেরালা সরকার। এরপরই গঠন করা হয় হেমা কমিটি।
নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন সামান্থা। একই সঙ্গে তಞিনি তেলেঙ্গানা রাজ্য সরকারর প্রতিও আহ্বান জানিয়ౠেছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে।
অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে।
আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানির নিয়ে গঠিত কমিটি🌱র প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটা তেলেগু সিনেমায় কাজ করা নারীদের ন♊িরাপত্তা দিতে সাহায্য করবে।’
প্রসঙ্গত রঙ্গিলা জগতে সামান্থা এক যুগের বেশি সময় পার করে ফেলেছেন। ২০১০ সালে নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে ‘ইয়ে মায়া চেসাওয়’ ছবিটি করেছিলেন তিনি। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দিয়ে ন🎃িজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।