অন্তর্বর্তীকালীন 𒁏সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
মতবিনিময়🌊 শেষে অলি আহমদ বলেন, “এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। এগুলো দলীয় কোনো উপকারের জন্য না, রাজনৈতিক ফা🥂য়দার জন্য না। আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না।”
শনিবার (৩১ আগস্ট) ♒বিকেলে প্রধান উপদেষ্টা💞র সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, “স্বৈরাচারী সরকার অতীতে ছিল। ফ্যাসিবাদী কায়দায় পরিচালিত হতো। জ🍌নগণের মানবাধিকার ♔ছিল না, স্বাধীনতা ছিল না।”
অন্যদিকে, 🌼বৈঠকে বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ৭টি ইসলামী দল। তার মধ্যে অন্যতম হলো দুই বারের বেশি যেনꦇ কেউ প্রধানমন্ত্রী না হয়।