• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তাসকিনকে নিয়ে ফেসবুকে নাঈমার আবেগ মাখা পোস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৬:০১ পিএম
তাসকিনকে নিয়ে ফেসবুকে নাঈমার আবেগ মাখা পোস্ট
স্ত্রী নাঈমার সঙ্গে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

অসাধারণ বোলিং করলেন তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের সীমাহীন🍒 ব্যর্থতার কারণে এন্টিগা টেস্টে পরাজয়ের কাছাকাছি চলে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দল। আর এটꦐাই বাংলাদেশের টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রধান চিত্র।

ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে হারের অপেক্ষায় থাকা বাংলাদেশের পক্ষে তাসকিনরা মোমেন্টাম দেওয়ার চেষ্টা চালিয়েছেন। ডানহাতি এই পেসার ক্যারিয়ারসেরা বোলিং করꦯেন, নেন ৬৪ রানে ৬টি উইকেট। ফলে মাত্র ১৫২ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি। তবে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৮১ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৩৪ রানের। চতুর্থ দিন শেষে সফরকারীরা ১০৯ রান তুলতে ৭ উইকেট হারিয়𒈔ে ফেলে।

তাসকিনের এমন দু𓃲র্দান্ত বোলিংয়ের পর ফেসবুকে  আবেগ মাখা একটি পোস্ট করেছেন তার স্ত্রী সাইয়েদা নাঈমা রাবেয়া। তিনি লিখেছেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার স্বামী কাঁঠের বল দ্বারা মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলে থাকেন তারা বুঝতে পারে এর ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম, কারণ তার জন্য দুয়া করা ছাড়া আমার কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে, তবুও তার ব্যথা অনুভব করতে পারছি।’

তিনি লেখেন, ‘আমি তাকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে দয়া করে খেলো না। ওষুধ নিয়ে আর কতটুকুই ব্যথা সারে? ওর সাথে কথা বল🎶ার পর ফজর নামাজ আদায় করে আরো দুই রাকাত বেশি নামাজ আদায় ক൲রলাম, যাতে সে ভালো থাকে।’

স্ত্রী নাঈমা অবশ্য লিখেছেন, ‘যেখানে আমি চাচ্ছিলাম🌸 না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে। সেখানে আজ সে ৬টা উইকেট পেয়েছে এবং ২টি মিসও হয়েছে। এটাও ভালোর জন্যই (ইনশাআল্লাহ)। এমন অনেক গল্প আছে। আজ এটা শেয়ার করার কারণ হলো শুধু আমার হাসব্যান্ড বলে নয়। অনেক প্লেয়াররাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না।’

উল্লেখ্য, এ পর্যন্ত ১৬টি টে🐎স্ট খেলেছেন ২৯ꦑ বছর বয়সী তাসকিন। নিয়েছেন ৪৬টি উইকেট।

Link copied!