একটা সময় ছিল নিজের প্রিয় মানুষের খবর পেতে অপেক্ষা করতে হতো দিনের পর দিন। তারপর একটা চিঠি আসতো হাতে। সেটা চিঠি তো নয় যেন আবেগ, ভালোবাসার খনি। চি🌳ঠির মাধ্যমে নিজের আবেগ, ভালোবাস আর যত্ন পৌঁছে দিত প্রিয় জনের কাছে। চিঠির মাধ্যমেই হয়ত কারো কারো প্রেমের শুরু হতো।
সে যুগ এখন পাল্টেছে। প্রিয়জনের খবর পেতে এখন আর দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। কয়েক সেকেন্ডই যথেষ্ট। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ ফেসবুকে সেই নস্টালজিয়াই এবার ফিরে এলো। বিভিন্ন রঙের কাগজে হাতের লেখা বার্তা না থাকলেও আবেগ আগের মতোই থাকে। এই চিঠি এসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্🔥রযুক্তি বিশ্ববিদ্যা🏅লয়ের শিক্ষার্থী সাজিদ হাসানের হাত ধরে।
সাজিদের ‘চিঠি ডট মি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন, যা এরই মধ্যে বেশ সারা ফেলেছে। এই অ্যাপে ইচ্ছে হলেই যখন-তখন লিখতে পারেন চিঠি। চাইলে লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে। নিজের হাতে কলমে না লিখতে পারলেও , হাতে লেখা অক্ষরের মতোই হবে আপনার চিঠি। লেখা হবে পুরোনো দিনের লেখার স্টাইলে। ভিন্ন ভিন্ন লেখার ধরণে প🏅্রিয়জনকে বলতে পারেন মনের লুকানো সব কথা।
নিজের প্রিয় ভাইকে চিঠি লেখার মধ্য দিয়েই চিঠির প্রতি একধরণের আকর্ষণ অনুভব করে সাজিদের। আর এ থেকেই এই চিঠি ডট মি অ্যাপটি নির্মান করেছে তিনি। সম্প্রতি এক গণমাধ্যমে নেওয়া সাক্ষাতকারে এমনটা বলেছেন সাজিไদ। সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার বড় ভাইয়া পড়তো ক্যাডেট কলেজে। আমি তখন খুব ছোটো। তখন আমি আর আমার বোন ভাইয়াকে চিঠি লিখতাম। আমার আব্বু আম্মুকেও দেখতাম চিঠি লিখতে। সেই থেকে আমার চিঠির ওপর একটা ফ্যাসিনেশন রয়ে গেছে। আর এই ইনস্ট্যান্ট মেসেজিং, চ্যাটিংয়ের যুগে কি যেন একটা মিসিং মনে হতো আমার। একটা চিঠিতে যতটা চিন্তা, যত্ন, ভালোবাসা থাকতো, তা আমাদের বর্তমান যান্ত্রিক যোগাযোগ ব্যবস্থায় নেই। এই ভাবনা থেকে এই অ্যাপ তৈরির যাত্রা,"।
গত নভেম্বরের ১০ তারিখে গুগল প্লে স্🥂টোরে প্রকাশ করে এই অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করে ডাউনলোড করতে পারবেন। এর পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের নামে একটি লিংক শেয়ার কল♑েই যে কেউ আপনাকে চিঠি লিখতে পারবেন।