• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পোস্টমর্টেমকে বাংলায় ‘ময়নাতদন্ত’ বলা হয় যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:২১ পিএম
পোস্টমর্টেমকে বাংলায় ‘ময়নাতদন্ত’ বলা হয় যে কারণে
ছবি: সংগৃহীত

অপঘাতে বা অস্বাভাবিক মৃত্যু হলে সাধারণত পোস্টমর্টেম করা হয়। Post Mortem শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মর্টেম আর পোস্ট ﷽থেকে। যার অর্থ দাঁড়ায় মৃত্যুর পরে। তবে বাংলায় একে ময়নাতদন্ত বলা হয়। কিন্তু যার অর্থ মৃত্যুর পরে, তাকে ময়নাদন্ত বলা হয় কেন জানেন? কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এমন নামকরণ?

ফার্সি শব্দ মুয়াইনা-র অপভ্রংশ হলো ময়না। এই শব্দটি বাংলায় এসে এই রূপ পেয়েছে। মুয়াইনার শব্দের অর্থ চোখের সামনে প্রত্যক্ষ ও পরিষ্কারভাবে সবকিছু দেখা। অর্থাৎ ✨ময়নাতদন্ত অর্থ সরেজমিনে তদন্ত করে দেখা বা ভালো করে দেখা।

তবে কেউ কেউ 🔜বলে ময়না পাখির মিল রয়েছে এই শব্দের সঙ্গে। ময়না পাখি দেখতে কালো, অন্ধকারে দেখা যায় 🀅না। অন্ধকারের কালোতে নিজের কালোকে লুকিয়ে রাখে ময়না। যারা অভিজ্ঞ তারা এর ডাক শুনে ঠিকই বুঝতে পারে এটা ময়না পাখি।

তেমনি অভিজ্ঞরাও সামান্য সূত্র ধরে লাশ কেটে মৃত্যুর আসল রহস্য বের করে। আর তা থেকেই বেরিয়ে আসে রহস্যের মূল কারণ। সেই সূত্র ধরে খুঁজে বের করা যায় আসল ღঅপরাধীদের।♍ আর এজন্যই পোস্ট মর্টেমকে বাংলায় ময়নাতদন্ত বলা হয়।

Link copied!