ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় একটি মর্টার শেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকার লড়াইঘাট সীমান্তে একট🌃ি শিমক্ষেতে মর্টার শেলটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে 🍒লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমক্ষেতে গিয়ে মর্টার শেলটি দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং মর্টার শেলটি উদ্ধার করে।
কৃষক নাজু হোসেন বলেন, “আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনো কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় তജেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজ🐓 সকালে মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পাই। আমার তো খুব আতঙ্কে আছি।”
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেনꦍ, “মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ বৈঠক করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল (১ সেপ্টেম্বর) পতাকা বৈঠক হবে।”
ঢাকা থেকে বোম্🍸ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেল নিষ্🎉কিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।