• ঢাকা
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ২১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ধেয়ে আসছে শক্তিশালী ‘টাইফুন’, বুধবার আঘাত হানতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:০১ পিএম
ধেয়ে আসছে শক্তিশালী ‘টাইফুন’, বুধবার আঘাত হানতে পারে
বর্তমানে ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ছবি : সংগৃহীত

একটি🍎 শক্তিশালী টাইফুন জাপানের দিকে ধেয়ে আসছে। ঝড়টি বর্তমানে 🤡দেশটির দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার (২৮ আগস্ট) এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমব✃ার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য ꧃জানিয়েছে ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ‘শানশান’ নামের এই টাইফুন বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ঝড়🐲টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে🀅 এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার (১৩৫ মাইল)।

আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই✨ সপ্তাহের শেষের দিকে জাপানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, টাইফুন শানশান ঘণ্টায় ৩০ღ কিলোমিটার বেগে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে টোকাইডো শিনকানসেন লাইনে টোকিও এবং ওসাকাꦏর 🅰মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা টাইফুনের গতিপথ এবং শক্তির উপর নির্ভর করে বুধবার থেকে পুরো রুটে বা নির্দিষ্ট অংশে দুই দিনের জন্য স্থগিত করা হতে পারে বলে অপারেটর জানিয়েছে।

চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারী বৃষ্টিপাত হলেও এটি♛ টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে♐ অগ্রসর হয়।

এর কয়েকদিন প𓆉র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়।

Link copied!