কাজাখস্ত🐠ানের আকতাউ বিমানবন্দরের কাছে ৭২ যাত্র��ী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
বুধবা🌊র (২৫ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য টাইমস অ𒐪ব ইন্ডিয়া জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহ🧜াজটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেব🧸াগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। উড়োজাহাজটিতে ৬৭ জন ꦯযাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। তবে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
সামাজඣিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘বাকু টু গ্রোজনি রুটের একটি বিমান আকতাউ 🍬শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এটি আজারবাইজান এয়ারলাইন্সের।’
কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাꦬজের আগুন নিভিয়ে ফেলেছেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজারবাইজান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। কিন্তু এটি কাজাখস্তানের আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি ⛦অবতরণ করতে বাধ্য হয়। এ সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থাগু✱লো বলেছে, গ🉐্রোজনিতে কুয়াশার কারণে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, এ ঘটনায় কারিগরি সমস্যাসহ অন্য কোনো কারণ আছে ♐কিনা, তা খতিয়ে দেখা হচ💫্ছে বলে জানিয়েছে কাজাখস্তানে কর্তৃপক্ষ।