শীত এলে চুলের নানা সমস্যার সঙ্গে সঙ্গে খুশকির সমস্যাও বেড়ে যায়। চুলের এই সমস্যা শুধু যে মাথার স্ক্যাল্পের ক্ষতি ꦇকরে তা না এটি কখনও কখনও অস্বস্থিকরও। তাই মাথার খুশকির সমস্যা দূর করা জরুরি। চলুন জেনে নেই, খুশকির সমস্যা দূর൲ করার উপায়-
নারকেল তেল
বাসায় সপ্তাহে অন্তত দুইবার নারকেলের তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করতে পারেন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে খুশকির সমস্যা🧔 দূর হবে।
নারকেল তেল ও পেঁয়াজের রস
সমপরিমাণ নারকেল তেল ও পেঁয়াজের রস ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি নিয়ে ভালোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করে নিন। ঘণ্টা খানেক এভাবে রেখে শ্যাম্প❀ু করে নিন। নারকেলে তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চুলের জন্য খুবই উপকারী। এর সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে নিলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়।
আমলকী ও লেবুর রস
এই ꦛদুটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যায় দারুণ কার্যকর এই মিশ্রণ।
অলিভ অয়েল ও পেঁয়াজের রস
২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে অর্ধেক পরিমাণে অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয🍸়ে নিন। তারপর ওই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। ২ ঘণ্টার মতো রেখে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
মৌরি
মৌরি এবং সমপরিমাণ পানি সারা 🥀রাত ভিজিয়ে রেখে পরদিন ব্লেন্ড করে নিন। পেস্টটি মাথার ত্বকে এক থেকে দেড় ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে খুশকি দূর হবে।