শীত হোক বা বর্ষা গাছের যত্নে সবসময় সতর্ক থাকতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই গাছের ꦇগোড়া পঁচে যায়। বিশেষ করে পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা জরু𝔉রি। টবে পানি জমলে দ্রুত গাছ নষ্ট হয়ে যায়।
এসময় গাছে যে পানি দেওয়া হবে তার তাপমাত্রা কেমন হবেℱ সেটা নিয়ে অনেকেই চিন্তিত। আবার দিনে কতবার কতটুকু পানি দেবে সেটা 🐻নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে।
শীতক🔜াল এমনিতেই শুষ্ক। এছাড়া শীত এলেই বেড়ে যায় ধুলো-বালি। প্রচুর ধুলোবালির কারণেꦐ গাছ মলিন হয়ে পরে। তবে আবার এসময় কুয়াশার কারণে এমনেতেও মাটি ভেজা থাকে। তাই শীতে মাটি দেখে পানি দেওয়া ভালো। মাটিতে ভিজে ভাব থাকলে পানি না দিলেই ভাল। দিনে একবার পানি দিলেই ভালো। এর বেশি দরকার নেই।
✱শীতে গাছেরা বিশ্রাম নেয়। এসময় অযথা পানি𝐆র তাপমাত্রা নিয়ে চিন্তা করার কিছু নেই। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিই গাছে দিতে পারেন।