• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেডারেশন কাপ

চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের অর্ধডজন গোল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:১৫ পিএম
চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের অর্ধডজন গোল
মোহামেডানের খেলোয়াড়দের গোল উদযাপন। ছবি : সংগৃহীত

বিশাল জয় পেল ঐত♐িহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার ছিল দুটি ম্যাচ। মোহামেডান ৬-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও একই ব্যবধানে হারিয়ে দেয় ফকিরেরপুল⛎ ইয়ংমেন্সকে।

চট্টগ্রাম আবাহনী এবার ঘরোয়া ফুটবলে কঠিন সময় পার করছে। যে দলের বিপক্ষেই খেলতে নামছে গো꧑ল হজম করছে অনেক। ফেডারেশন কাপেও এর ব্যত♓িক্রম ছিল না। কিংস অ্যারেনায় ম্যাচের পুরো সময়জুড়েই ছিল মোহামেডানের আধিপত্য।

১০ মিনিটে  মোহামেডানকে এগিয়ে নেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। আরꦫিফের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে জটলার ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়💃াবাতে দারুণ দক্ষতায় গোলটি করেন।

৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় মোহামেডান। রাফির থ্রো ইনের পর জিসানের আড়াআড়ি ক্রসে ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন আরিফ। ৬৮ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জিসান। ৭ಞ৭ মিনিটে দারুণ প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। বদলি নামা জুয়েল মিয়া দলের হয়ে ষষ্ঠ গোল করলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

ময়মনসিংহে গোল উৎসব করেছে রহমতগঞ্জ। ১২ মিনিটে গোলের সূচনা করেন অপি। বিরতির আগে নবীব নেওয়াজ জীবন গোল করলে ২-০ বিরতি নিয়ে ড্রেসিংরুমে যায় দুই দল। ৫৬ ও ৭৫ মিনিটে জীবন দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্য💮ামুয়েল এবং তোহা একটি করে গোল করলে স্কোরলাইন ৬-০ দাঁড়ায়।

Link copied!