• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইসিসি চ্যাম্পিয়নশিপ

টানা তৃতীয়বার শিরোপা জয়ে রেকর্ড অজি নারীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৪:৩৬ পিএম
টানা তৃতীয়বার শিরোপা জয়ে রেকর্ড অজি নারীদের
নিউজিল্যান্ডের উইকেট পতনে উল্লাস অজি নারীদের। ছবি : সংগৃহীত

টানা তৃতীয় বার আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়েলিংটনে নিউজিল্যান্ডেক ওয়ানডে🧜 ম্যাচে ৭৫ রানে হারিয়ে এই শিরোপা নিজেদের নামে করল অজিরা। ৩ ম্যা𒆙চের সিরিজে ২টি ম্যাচ জিতে দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের পকেটে পুড়েছে তারা।

এখনও পর্যন্ত চ্যাম্পিয়নশিপের অধীনে ২৪ ম্যাচ থেক🧔ে ৩৯ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া, যা বাকিদের পক্ষে আর টপকানো সম্ভব নয়। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের ২৪টি ম্যাচ খেলার পর পয়েন্ট ৩২। এরপর তৃতীয় স্থানে রয়েছে ভারত। তারা ১৯টি ম্যাচ থেকে ২৭ পয়েন্ট পেয়েছে। ভারতের এখনও ৫টি ম্যাচ বাকি রয়েছে। ৩টি আয়ারল্যান্ডের বিপক্ষে ও ২টি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যদি তারা সব ম্যাচগুলিও জেতে তবে সর্বোচ্চ ৩৭ পয়েন্টই পাবে।

এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার অ্যালিসা হেলি (৩৯) ও ফোবি লিচফিল্ড (৫০)। একটা সময় দ্রুত উইকেট হারালেও ইনিংস শক্ত হাতে সামলান অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যাশলি গার্ꩵডনার। ৪৩ বলে ৪২ রান করেন অ্যানাবেল। ৬২ বলে ৭৪ রান করেন অ্যাশলি। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৯০ রান তোলে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৪ উইকেট এবং রোজমেরি মায়ার ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অধিনায়ক সোফি ডিভাইন।

জবাবে ব্যাট করতে নেমে🐠 শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ৫৯ বলে ৫৩ রান করেন সুজি বেটস। তবে লাগাতার উইকেট হারিয়ে মাত্র ২১৫ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। যদিও কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন ম্যাডি গ্রিন। ৩৫ বলে ৩৯ করে অপরাজিত ছিলেন তিনি।

ব্যাটের পর বল হাতেও নজর কাড়েন অ্যানাবেল সাদারল্যান্ড। ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেꩲন তিনি। এছাড়া ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন আলা༺না কিং।

২০২১৪-২০১৬ এবং ২০১৭-২০২০ আসরেও শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়ꦅা নারী দল।

Link copied!