• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চলতি মাসে ১৪০০ ডলার করে পাচ্ছেন ১০ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:৫২ পিএম
চলতি মাসে ১৪০০ ডলার করে পাচ্ছেন ১০ লাখ মানুষ
ডলার। ফাইল ফটো

করোনা মহামারিতে (২০২০-২১ সালে) বিপর্যস্ত আমেরিকানদের জন্য  ফেডারেল সরকারের দেওয়া মাথাপিছু ১৪০০ ডলারের চেক পায়নি ১০ লাখ লোক। তা এখন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনালཧ রেভিনিউ সার্ভিস (আইআরএস)। মোট ২ দশমিকর ৪ বিলিয়ন ডলারের (৩০ হাজার কোটি টা🦋কা) এর চেক চলতি মাসের মধ্যেই এসব আমেরিকানদের বাসায় কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সম্প্রতি এমনটি জানিয়েছে আইআরএস।

এটি ♒ছিল বাইডেন প্রশাসনের ‘ইকনোমিক ইম♌পেক্ট পেমেন্ট’ (ইআইপি) কর্মসূচি। যা পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান।

এ প্রসঙ্গে আইআরএস কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, “𒅌ট্যাক্স প্রদানকারী আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সেই আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় অথবা ব্যাংক অ্যাকাউন্টে চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে।”

এ প্রসঙ্গে আইআরএস কমিশনার বলেন, “উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাওয়ার ন্যায়সংগত অধিকার থাকা সত্ত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞ💛তায় তা পাননি, সেটি এখন আমরা পাঠাচ্ছি। কারণ এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন।”

ড্যানি ওয়েরফেল আরও বলেন, “এই চেকের জন্য কাউকে কোনো অফিসে যেতে হবে না কিংবা কোনো আবেদন করারও প্রয়োজন নেই। আশা করছি, এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলে🅰ও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের উদারতার সর্বশেষ উদাহরণ।”

Link copied!