• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশকে নিজের ‘সম্পত্তি’ মনে করতেন হাসিনা : আব্দুস সালাম


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:১৮ পিএম
বাংলাদেশকে নিজের ‘সম্পত্তি’ মনে করতেন হাসিনা : আব্দুস সালাম
বক্তব্য রাখছেন বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি : প্রতিনিধি

স্বৈরাচারী ও অহংকারী শেখ হাসিনা বাংলাদেশকে নিজের একার ‘সম্পত্তি’ মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশ💃াহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম। তিনি বলেছেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বাসায় ঘুমাতে পারেননি। স্ত্রীরা তাদের স্বামীর ভালোবাসা, সন্তানরা তাদের বাবার আদর ও স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন।”

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর মাল্টিলেটারাল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি এবং তার অধীনস্থ সকল উপজেলা, থানা, পৌর বিএন൩পির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে আব্দুস সালাম বলেন, “এ দেশ তার দেশ, তার বাবার দেশ, তার বাবা স্বাধীনতা এনেছেন। আজ তার অহংকার কোথায়? ভারতের ও♚পর ভর করে হাসিনা টিকে ছিলেন। হাসিনার পতনের পর ভারত বলছে আলু, পেঁয়াজ দেবে না, তাতে কোনো সমস্যা নেই। আমরা কারও তাঁবেদারি করতে রাজি নই।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে, লুটপাট কꦏরেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে উৎখাত করেছে। আমরাও যদি একই কাজ করি, তাহলে একই পরিণতি হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। ইতোমধ্যে অনেকেই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন। আপনারা নিজেদের শুধরে নিন, নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আব্দুস সালাম বলেন, “বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় দেখে গেছেন যে, হাসিনা গণভবনের পেছন দিয়ে কীভাবে হেলিকপ্টারে পালিয়ে যান। খালেদা জিয়াকে এত নির্যাত♑ন করার পরও তিনি দেশ ছেড়ে পালাননি। তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ মনে করেছিল, সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং তারেক রহমান দেশ চালাবে—এটি হতে পারে না। কিন্তু হাসিনা জানে, আজ নয় তো কাল, ক্ষমতার পালাবদল হবে। চলন্ত ট্রেনে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।”

বিএনপির বর্ষীয়ান নেতা বলেন, “আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু বিএনপি তা করবে না। বিএনপির যেসব নেতাকর্মীরা বাসায় অবস্থান নিতে পারেননি ৫ আগস্টের পর, তারা এখন নিরাপদে বাসায় অবস্থান করতে পারছেন। আওয়ামী লীগ বলেছিল, ক্ষমতার পরিবর্তন হলে দেশব্যাপী ৫/💦৬ লাখ লোক মারা যাবে। সেই হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের সংঘাতে জড়ায়নি।”

আব্দুস সালাম আরও বলেন, “বিএনপি সংঘাতে বিশ্বাসী নয়। স্বৈরাচারী হাসিনা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিলেন। আর আজ জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। ভারত আও𒊎য়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে তাদের বাজার বানিয়ে রেখেছিল।”

Link copied!