• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘নকশীকাঁথার জমিন’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন জয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:৫৩ পিএম
‘নকশীকাঁথার জমিন’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন জয়া
অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রসংশা কুড়াচ্ছেন। দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থ🦩াকেন। তার জনপ্রিয়তার বর্ণনা তিনি নিজেই। কারণ নিজের যে কোনো কাজেই দ🤪র্শকের কাছ থেকে পেয়ে থাকেন গগনস্পর্শী প্রশংসা। থাকে সমালোচনা-আলোচনাও। তাই সবকিছু মিলিয়ে দুই বাংলার দর্শকের তার প্রতি সবসময়ই চওয়া থাকে বেশি। সেই চাওয়ার জায়গা থেকে বছর শেষে এই অভিনেত্রী তার ভক্তদের আরও একটি ভালো কাজ উপহার দিতে যাচ্ছেন। যার একঝলক ট্রেলারে এরই মধ্যে দেখেছেন দর্শক।

২৭ ডিসেম্বর জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে, যা অভিনেত্রী নিজেই জানিয়েছেন ট্রেলার প্রকাশের মাধ্যমে। অভিনেত্রী  জানান, মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহ💜েলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যা🤪নের নকশা তোলে নকশীকাঁথার জমিনে। বিজয়ের মাসের ২৭ তারিখে মুক্তি পাচ্ছে আমাদের ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্র। প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। প্রেক্ষাগৃহে যেয়ে দর্শক সিনেমাটির প্রতি তাদের ভালোবাসা জানাবেন এটাই অভিনেত্রীর প্রত্যাশা।

চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার এ🧸টি দ্ব🗹িতীয় সিনেমা। সর্বশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ‘পেয়ারার সুবাস’।

‘নকশীকাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।
এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতিꦺ কাজ করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই ♕চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এদিকে  বহুদিন পর দেশের শোবিজের কাজে ফিরেছেন ব্যস্ততম এই নায়িকা। আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হ🍒ওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দি🅘নের মধ্যে শুরু হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’

‘জিম্মি’ সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পান না তিনি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পান। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি প🎃াবে।

Link copied!