• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশুর থাইরয়েড হয়েছে কি না বুঝবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:২৭ পিএম
শিশুর থাইরয়েড হয়েছে কি না বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

🅘থায়রয়েড গ্রন্থি একটি 🐭অতি প্রয়োজনীয় অন্ত:ক্ষরা গ্লান্ড (Gland), যা গলার সামনের অংশে অবস্থিত। নানা কারণে এই গ্রন্থির সমস্যা হতে পারে। থাইরয়েডের সমস্যা দু’রকম হতে পারে। যেমন- হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম।

থাইরয়েড হরমোন কম ক্ষরিত হলে হাইপোথাইরয়েডিজম বলে। আবার এই হরমোনের ক্ষরণ 🌟প𒁃্রয়োজনের অতিরিক্ত হলে তখন তাকে হাইপারথাইরয়েডিজম বলে। শুধুমাত্র বড়দেরই না শিশুদেরও থাইরয়েডের সমস্যা হতে পালে। তবে শিশুদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়। কারণ অনেক সময় শিশুদের থাইরয়েড গ্রন্থি ভালো করে তৈরি হয় না। যদি পরিপূর্ণ থাইরয়েড তৈরি না হয় তাহলে স্বাভাবিক ভাবেই থাইরয়েডের ক্ষরণ কম হয়। তখন হাইপোথাইরয়েডিজমের সমস্যা বেশি হয়।  

যে⛄ভাবে বুঝবেন আপনার শিশু থাইরয়েডের সমস্যায় ভুগছেন-

  • শিশু খুব ঘুমাচ্ছে এবং খাবারে অনাগ্রহতা।
  • শিশুর সার্বিক বিকাশ ঠিকমতো না হলে।
  • বাচ্চাদের ওজন হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে।
  • মুখ ফোলা লাগবে, গলার কাছে ফোলা ভাব থাকবে।
  • ঘন ঘন জ্বর হওয়া, জ্বর না থাকলেও কাঁপুনি দেওয়া
  • পেশির গঠন মজবুত হবে না, পেট ফোলা লাগবে। থাইরয়েডের কারণে অ্যাম্বিলিকাল হার্নিয়াও হতে পারে শিশুর। তখন নাড়ির কাছটা অস্বাভাবিক রকম ফুলে থাকে।
  • ত্বক খসখসে হয়ে যাবে, অল্পেই ক্লান্ত হয়ে পড়বে শিশু।
  • অনেক সময় শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
Link copied!