টোটেনহামের মাঠে ৬-৩ গোলের বিশাল জয় পেয়েছে লিভারপুল। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এই ম্যাচে লিভারপুল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আরও তিন গোল করে। তবে ম্যাচের শেষদিকে তিনটি গোল পরিশোধ করতে সক্ষম হয় টোটেনহাম। বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজ ২টি করে এবং মাক আলিস্তের ও সোবোসলাই ১ট করে গোল করেন।✤ এরআগে ১৯৯৩ সালে লিভারপুল ৬-২ গোলে টোটেনহামকে পরাজিত করেছিল। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করলো লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে টোটেনহাম।