• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুধবার সিলেটে বিপিএল ফেস্ট, দর্শক মাতাবেন জেমস ও আসিফ আকবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:২৮ পিএম
বুধবার সিলেটে বিপিএল ফেস্ট, দর্শক মাতাবেন জেমস ও আসিফ আকবর
জেমস, বিপিএল ট্রফি ও আসিফ আকবর। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া টি-টোয়ে☂ন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মাঠে গড়ানোর আগেই সঙ্গীতের রঙে ভরে উঠছে বিপিএল উৎসব।

ঢাকার মিরপুর শেরে বা⛄ংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট মাতিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছিলেন দেশি শিল্পীরাও। এবার সিলেটের দর্শকদের জন্য থাকছে ভিন্ন আকর্ষণ।

সিলেটে বিপিএলের মাঠ মাতাবেন দেশের রক মিউ💯জিকের কিংবদন্তি নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত আসিফ আকবর।

মিরপুরে রাহাত ফতেহ আলী খানের আগে স্টেজ ⛄মাতিয়েছেন রাফা, জেফার, মুজা, সঞ্𝔍জয় ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। সিলেটেও মুজা ও সঞ্জয় থাকছেন। জেফারের বদলে নারী সঙ্গীতশিল্পী হিসেবে দেখা যাবে তোশিবাকে।

আগামীকাল বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে বসবে এই মিউজিক্যাল আসর। প্রতিবার উদ্বোধনী অনুষܫ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিলেটে এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এই টাকায় দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্য⭕াটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্য🐟াটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। স𝔍ন্ধ্যার পর শুরু হবে সিলেট বিপিএল মিউজিক ফেস্ট।

Link copied!