• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এনসিএল টি-টোয়েন্টি

লো স্কোরিং ফাইনালে ঢাকাকে হারিয়ে প্রথম আসরের শিরোপা রংপুরের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:৫৭ পিএম
লো স্কোরিং ফাইনালে ঢাকাকে হারিয়ে প্রথম আসরের শিরোপা রংপুরের
ঢাকার উইকেট পতনে উল্লাস রংপুরের ফিল্ডারদের। ছবি: সংগৃহীত

বোলাররাই রাজত্ব করলেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-ট🅷োয়েন্টির ফাইনালে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপ🦩ক্ষে ঐ ম্যাচে অবশ্য শেষ হাসি হাসলো রংপুর।

লো স্কোরিং ফাইনালে নাইম শেখের ঢাকা মেট্রোকে ৫ উইক☂েটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় আকবর আলীর রংপুর দল। সেখান থেকে অবশ্য পথ ♈হারায়নি তারা। আরিফুল হক ও মোহাম্মদ এনামুলের সমান ১৪ রানের দুটি ইনিংসে সহজেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় রংপ𝔉ুর। মাত্র ১১.২ ওভারেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে এবং নিশ্চিত করে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা।

এরআগে, রংপুরের শানিত বোলিংয়ের সামꦗনে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা। ১৬.৩ ওভারে মাত্র ৬২♛ রানেই শেষ হয় তাদের ইনিংস।

রংপুরের দুই পেসার আলাউদ্দীন বাবু ও মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন বলে ঢাকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে উড়ন্ত সূচনার বদলে ওই ৬ ওভারেই ১৮ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ব্যাকফুটে চলে যায়𝓀 ঢাকা।

দলটির প্রথম ৭ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন শুধু শামসুর রহমান শুভ। জাতীয় দলের এ সাবেক টপ ဣঅর্ডারের ব্যাট থেকে আসে ১৪ (২৮ বলে) রান এবং পরবর্তীতে সেটাই হয় ঢাকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাত্র ১৩ রানে আউট হলেও ঢাকার পেস বোলার কাম লেট অর্ডার আবু হায়দার রনি শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। যদিও আরেক পেসার শহিদুলের সাথে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন রনি।  

 

 

 

 

Link copied!