• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রথমবারের মতো নড়াইলে রেলযাত্রা শুরু


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৬:৫৫ পিএম
প্রথমবারের মতো নড়াইলে রেলযাত্রা শুরু

স্বাধীনতার ৫৩ বছর পর এই প্রথম নড়াইল থেকে শুরু হয়েছে স্বপ্নের রেলযাত্রা। খুলনা থেকে ছেড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামের নতুন ট্রেনট♔ি নড়াইল রেলস্টেশনে পৌঁছালে ব্যাপক আনন্দ ও উচ্ছাস করেন স্থানীয়রা। প্রথম দিনে যাত্রীর ব্যাপক চাপ থাকায় অনেকে টিকিট পাননি।

নড়াইল রেলস্টেশন সূত্রে জানা যায়, সোমবার বাদে প্রত🎉িদিন ট্রেন সিডিউল অনুযায়ী সকাল ৬টায় খুলনা থেকে জাহানাব꧟াদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি যশোরের সিঙ্গিয়া ও নড়াইল হয়ে সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেন বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং নড়াইল ও যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে।

রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে নড়াইল হয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেন জাহানাবাদ এক্সপ♏্রেস ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা শুরু করে নড়াইল ও যশোরের সিঙ্গিয়া জংশন হয়ে রাত ১১টা ৪০ মিনꦫিটে খুলনায় পৌঁছাবে।

এই রেলযাত্রার মধ্য দিয়ে নড়াইল থেকে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন 🐻হলো। যাত্রী ꦐসাধারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

শহরের দূর্গাপুর এলাকার আল আমিন বলেন, “রেলপথে যুক্ত হলো নড়াইল জেলা। এই দিনটিকে স্মরণীয় 💟করে রাখতে ঢাকায় যাচ্ছি। খুব ভালো লাগছে। এখন নড়াইল থ𓆏েকে আমরা সহজে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল যেতে পারব।“

নড়াইলের আমাদা গ্রামের পলাশ মৃধা বলেন, “নড়াইল স্টেশনে যাত্রীর এত চাপ ছ༒িল যে প্রথমদিনে টিকিট পাইনি। দাঁড়িয়ে যাওয়ার মতোও কোনো টিকিট ছিল না। তবুও আনন্দ হচ্ছে নড়াইল থেক🐟ে স্বপ্নের রেলযাত্রা শুরু হলো।“

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ🌠 নির্মাণের ফলে যাতায়াতের ক্ষেত্রে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়। আর নড়াইল থেকে ঢাকায় পৌঁছানো যা💧বে মাত্র দুই ঘণ্টায়।

নড়াইল রেলওয়ে 🐬স্টেশনের মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন, “এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামেℱ দুটি কোচ নিয়মিত চলাচল করবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!