• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিসমাস উপহারের দাম এবং বাজেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০২:৫৪ পিএম
ক্রিসমাস উপহারের দাম এবং বাজেট
সূত্র: সংগৃহীত

বড়দ🍬িন মানেই উপহারের আদান প্রদান। এই দিন সান্তার ক্লজ উপহারের ঝুলি খুলে বসে। শিশুদেরকে উপহার দেয়। নানা রকম উপহার থাকে তার ঝুলিতে। যা পেয়ে শিশুরাও আনন্দে মেতে উঠে। তাছাড়া প্রিয়জনকে উপহার দেওয়ার রীতিও রয়েছে। কম-বেশি যেকোনো উপহার দিয়েই প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ করা হয় এই দিনে।

মূলত ক্রিসমাসে প্রিয়জনকে উপহার দেওয়া ভালোবাসা এবং যত🅺্নের বহিঃপ্রকাশ। তবে সঠিক উপহার নির্বাচন করতে হবে। য🀅েহেতু অনেকের জন্যেই উপহার কিনতে হবে, তাই এর জন্য বাজেটটাও ঠিক করে রাখুন। ক্রিসমাসের উপহার বিভিন্ন ধরণের হতে পারে। নিজের বাজেট অনুযায়ী পছন্দের উপহারটি কিনে নিন।

কম বাজেটের উপহার

ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে অনেক উপহার কিনতে হবে। তাই নিজের স্বামর্থ অনুযায়ী বাজেট নির্ধারণ করুন। এতে আ✱পনার বাজেট সীমিত হলেও সুন্দর উপহার কিনতে পারবেন। বাজেট কম হলে বন্ধুর জন্যে হাতে তৈরি কার্ড বা  স্ক্র্যাপবুক কিনতে পারেন। এটি সাধারণত কম খরচে তৈরি করা যায়। তাছাড়া এটি নিজের অনুভূতিরও প্রকাশ করবে। একটি ছোট বাক্স চকলেট বা হোমমেড কুকিজ কিনতে পারেন। যার মূল্য হবে ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যেই। আবার ছোট ইনডোর প্ল্যান্টও দারুন উপহার হতে 🏅পারে। সাকুলেন্ট বা মানি প্ল্যান্ট কেনা যায়। যার দাম পড়বে ৫০০ টাকা  থেকে ২০০০ টাকার মধ্যেই।

মাঝারি বাজেটের উপহার

বাজেট মাঝারি হলে আরও বৈচিত্র্যময় উপহার কেনা সম্ভব। কাস্টমাইজড মগ বা টিশার্ট কিনতে পারেন প্রিয়জনের জন্য। যেখানে প্রিয়জনের নাম বা ছবি যুক্ত করা থাকবে। মগ বা টিশার্টের দাম পড়বে ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যেই। জনপ্রিয় লেখকের নতুন বই বা একটি ক্লাসিক বই কিনতে নিতে পারেন। এর জন্য় ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা খরচ হতে পারে। একটি প্রিমিয়াম সুগন্ধি মোমবাতি উপহার দিতে পারেন। ব্র্যান্ডের মোমবাতিগুলো ইউনিক হয়। যার দাম প্রাꦆয় ১৫০০ টাকা থেকে শুরু হতে পারে। এছাড়াও ক্রিসমাস শীতের মৌসুমে হয়। তাই শীত পোশাক কিনে উপহার দিতে পারে। ভালো শীত পোশাকের দাম হবে ৫০০০ টাকার মধ্𝐆যেই।

উচ্চ বাজেটের উপহার

বাজেট বড় হলে প্রিয়জনের জন্য দামী এবং বিলাসবহুল উপহার কিনতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো তালিকার শীর্ষে রাখতে পারেন। আবার সৌখিন জিনিসও উপহার দিতে পারেন। ভালো মানের স্মার্টওয়াচ কিনতে পারেন। যার মূল্য হবে ৮০০০ টাকা থেকে  ১৫০০০ টাকা। ব্লুটুথ হেডফোন বা স্পিকারও ভালো উপহার হতে পারে। জনপ্রিয় ব্র্যান্ডের একটি ডিভাইস কিনতে প্রায় ৫০০০ টাকা থেকে-১০০০০ টাকা খরচ হবে। এছꦛাড়াও প্রিয়জনকে গয়না উপহার দিতে পারেন। সোনার বা রুপার তৈরি গয়না কিনতে পারেন। এতে খরচ একটু বেশি হবে। ভিন্ন কিছু উপহার দিতে চাইলে রিসোর্টে ভ্রমণের প্যাকেজ সেরা হতে পারে। একটি রিসোর্টে দিন কাটানোর জন্য প্যাকেজের দাম পড়ে প্রায় ১০,০০০ টাকা ২০,০০০ টাকা। এতে প্রিয়জন নিজের দিনটি নিজের মতো করে উপভোগ করতে পারবেন।

বাজেট অনুযায়ী উপহার পরিকল্পনা

উপহার নির্বাচন করার সময় বাজেটের মধ্যে থেকে সেরা জিনিসটি নির্বাচন করুন। প্রয়োজনীয়তা বিবেচনায় রাখুন। প্রিয়জনের প্রয়োজন অনুযায়ী উ༺পহার নির্বাচন করুন। ছোট কিন্তু অর্থবহ উপহার কিনুন। দাম কম হলেও ব্যক্তিগত স্পর্শ যুক্ত উপহার বেশি অর্থবহ হয়। অফার এবং ডিসকাউন্টের উপহার কিনতে পারেন। ক্রিসমাসের সময় অনেক দোকান এবং অনলাইন স্টোরে বিশেষ ছাড় পাওয়া যায়। সেখান থেকে পছন্দের উপহার বেছে নিন।

ক্রিসমাসে ছোট বাজেটের উপহার থেকে বিলাসবহুল 💜উপহার পর্যন্ত সবকিছুই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারে। কারণ তা হয় আন্তরিকতা এবং ভালোবাসার উপহার। সঠিক উপহার নির্বাচন করে নিজের ভালোবাসা আরও গভীরভাবে প্রকাশ করতে পারেন।

Link copied!