ভারতের মুম্বাই শহরের নাইগাঁও থেকে দেড় মাসের একটি কুকুরছানাকে উদ্ধার করেছেন বলিউড অভিনেত্রী জয়া ভট্টা🦩চার্য। এক ব্যক্তি ওই কুকুরছানাটিকে নির্মমভাবে ধর্ষণ করেছে। এমন অভিযোগ করে মামলা করেছেন এই অভিনেত্রী🍸।
বুধবার 💦(২৫ ডিসেম্বর) ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে একটি সাক্ষাৎকারও দিয়েছেন জয়া ভট্টাচা𓄧র্য।
জয়া ভট্টাচার্য বলেন, “কুকুরছানাট🦹িকে ধর্ষণের বিষয়ে আমরা একটি মামলা করেছি, এ মামলায় লোকটিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু সেই ব্যক্তি জামিনে মুক্ত হয়েছে। কুকুরটির জন্য ন্যায়বিচার কীভাবে পাওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি।”
কুকুর উদ্ধারকারী একটি এনজিওর সঙ্গে যুক্♛ত জয়া ভট্টাচার্য। গুরুতর অবস্থায় কুকুরছানাটি উদ্ধার করেন তিনি। এরপর প্রয়োজনীয় 𒆙চিকিৎসা করান।
এ বিষয়ে জয়াকে সহযোগিতা করেন অভিনেত্র🐲ী শিবানি ড🍷ান্ডেকর।