• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুল পড়া কমায় শিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:০৫ পিএম
চুল পড়া কমায় শিম
ছবি: সংগৃহীত

শিমে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে। এছাড়া এতে খনিজ, আঁশ, খাদ্যশক্তি, প্রোটিন, শর্করাসহ আরও নানা উপাদান রয়েছে। এসব উপাদান যেমন চুলের জন্য উপকারী তেমনি ত্বকের 🃏আর্দ্রতাও ধরে রাখতে সক্ষম। এছাড়া শিমের আরও আছে বহু গুণ। যেমন-

চুল পড়া কমায়
শীতে চুল পড়ার সমস্যা একটি সাধারণ ঘটনা। আবহাওয়া জনিত সমস্যার কারণে এসময় চুল পড়া সহ চুলের নানা সমস্যা বে𓆉ড়ে যায়। তবে চুল পড়া রোধ কমাতে শিম কার্যকর। এতে থাকা খনিজ উপাদানসমৃদ্ধ হওয়ায় চুল পড়া কমাতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য দূর করে
শিমে জলীয়ꦉ অংশের পরিমাণ অনেক। আর যেহেতু শীতে নানা কারণে শরীরে পানির ঘাটতি দে🌌খা দেয় তাই এসময় শিম খেতে পারেন। কারণ এটি শরীরের পানির ঘাটতি দূর করতে সক্ষম। শরীরে পানির ঘাটতি দূর করে শিম কোষ্ঠকাঠিন্য দূর করে।এটি কোলন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।

ওজন কমায়
শিমে প্রচ𝄹ুর পরিমাণে ফাইবার থ🌠াকে। এসব ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে। এর ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

শিশুর জন্য উপকারী
শিশ শিশুর বৃদ্ধিতে বেশ উপকারী সꦜবꦍজি। তাই নিয়মিত শিশুকে শিম খাওয়াতে পারেন।

হাড় সুগঠিত করে
শীতকালীন এই সবজির মধ্যে প্রচুর পরি🃏মাণে ভিটামিন ডি ও ফসফরাস রয়েছে। এসব উপাদান হাড় সুগঠিত করে।

Link copied!