রাজধান🦩ীর বাসাবোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইউসুফ সাধু (৪০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাসাবো ফ্লাইওভারের নিচে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ সাধু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি কক্ষ ভাড়া নি♚য়ে একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে, ইউসুফের ঘরে তিন ছেলে আছে🦩।
ম⛎ৃতের ভাতিজা শাকিল মিয়া জানান, ত🅰ার চাচা ইউসুফ প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত নিজের ব্যাটারিচালিত রিকশা চালাতেন।
রিকশাটি ছিনিয়ে নিতে বাসাবো ফ্লাইওভারের নিচে ইউসুফের পেটে ও বুকে ছুরিকাঘাতꩲ করে কয়েকজন। আশপাশের লোকজন দেখে ফেলায় রিকশাটি না নিয়েই পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে ওই এলাকার লোকজন ও এক শিক্ষার্থী ই♎উসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন।
সবুজবাগ থানার ডিউটি 🌠অফিসার এসআই মনাক্൩কা খাতুন বলেন, নিহত রিকশাচালকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।