• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশুর ত্বক মালিশের জন্য সরিষার তেল কি স্বাস্থ্যকর? বিকল্প কী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৬:৪৬ পিএম
শিশুর ত্বক মালিশের জন্য সরিষার তেল কি স্বাস্থ্যকর? বিকল্প কী
ছবি: সংগৃহীত

সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে নানান ভয় কাজ করে। তার শরীর মালিশে তেল ব্যবহার করবে কি করবে না এইটা যেমন দ্বন্দ তৈরি করে তেমনি তেল মালিশ করলেও কোন তেল ব্যবহার করবেন সেটা নিয়ে চিন্তিত অনেকেই। বয়স্করা স্বাধারণত সরিষার তেল ব্যবহারেরই পরামর্শ দেন। আর তাছাড়া যুগ যুগ ধরেই শিশুকে সরিষার তেল মালিশ করার রেওয়াজ প্রচলিত। ফলে অনেকেই বাড়ির🌞 বয়স্কদের কথা মেনে তাকে সরিষার তেল ব্যবহার করতে দেন। কিন্তু সরিষার তেল ব্যবহারে চিকিৎসকরা বলছে ভিন্ন কথা।

চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের তেল মালিশের জন্য সর্ষের তেল ব্যবহার না করাই ভাল। চর্মরোগ চিকিৎসক সন্দীপন ধর বলেন, ‘‘সরিষার তেল দিয়ে মালিশের সময় অনেক সময় তেল নাকে ঢুকে যায়। সরিষার তেলের ঝাঁজে শিশুদের কষ্ট ও অস্বস্তি হতে পারে। তা ছাড়া এখন নির্ভেজাল সরিষার তেল প্রমাণ করার জন্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলি বিভিন্ন ধরনের ঝাঁঝালো উপাদান ব্যবহার করে। সেই উপাদানগুলির জন্য শিশুর ত্বক জ্বালা করে, র‌্যাশও বেরোয়। এ ছাড়া🌌 বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সরিষার তেলে অ্যালিল আইসো থায়োসায়ানাইট যৌগ থাকে, এই যৌগটি শিশুর ত্বকের জন্য মোটেও ভাল নয়।’’

বিকল্প কী?
চিকিৎসকদের মতে, সরিষার তেলের বদলে শিশুর তেল মালিশের জন্য সবচেয়ে 💎ভাল বিকল্প হতে পারে নারকেল তেল। অনেকেই শিশুর মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন। তবে অলিভ অয়েলে থাকা অ্যালোয়িক অ্যাসিডও কোনও কোনও শিশুর শরীরে অ্যালার্জি কিংবা র‌্যাশের কারণ হতে পারে। চিকিৎসকদের মতে শিশুর জন্মের পরের দিন থেকেই তার তেল মালিশ ও স্পঞ্জিং শুরু করে দেওয়া যায়। গোসলের আগে তেল মালিশ করে পরে ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।

কেন তেল মালিশ জরুরি?

  • শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়।
  • খিদে বাড়ে।
  • ঘ্যানঘ্যান করার প্রবণতা কমে।
  • সার্বিক বৃদ্ধি ভাল হয়।
  • বাবা কিংবা মা তেল মালিশ করলে তাঁদের স্পর্শ অনুভব করে শিশু। শিশুর বৃদ্ধির জন্য এই ‘টাচ্
  • থেরাপি’র গুরুত্ব অনেক।
  • রক্ত সঞ্চালন ভাল হয়।
  • বিভিন্ন গবেষণায় দেখ গিয়েছে ছোট থেকে শিশুর শরীরে তেল মালিশ করলে ভবিষ্যতে তাদের
  • একজ়িমার মতো রোগের ঝুঁকি কমে।

সূত্র: আনন্দবাজার

Link copied!