ম♏েহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি বোমাসাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ไফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্ম♓কর্তা (ওসি) মো.⛄ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪ নম্বর🃏 ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ওষ꧃ুধ ব্যবসায়ী।
জহিরুল ইসলাম মিঠু বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা-পুলিশ ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো⛦ একটি বোমাসাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করে।
তিনি আরও🐻 বলেন, “বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদে🦂র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ওসি মো. তাজুল ইসলাম বলেন, “বোমাসাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। এই ধরনের নোংরা কাজগুলো সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারী♈দের শনাক্ত করার চেষ্টা চলছে।”