• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউএস ওপেন টেনিস

আলকারাজের পর জোকোভিচ, দুই দিনে দুই মহাতারকার বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১১:২২ এএম
আলকারাজের পর জোকোভিচ, দুই দিনে দুই মহাতারকার বিদায়
জোকোভিচ ও আলকারাজ। ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড় নেদারল্যান্ডসের বোটিক ফন ডে জান্ডসচুলপ চলতি ইউএস ওপেন টেনিস টুর൲্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে শুক্রবার বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ও ২০২২ সালের  ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজকে সরাসরি ৬-১, ৭-৫ ও ৬-৪ সে💞টে হারিয়েছেন। মাত্র একদিন পর শনিবার সকালে বিদায় নিলেন ২৪টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ। 

জোকোভিচকে অস্ট্রেলিয়ার  আলেক্সি পপেরিন ৬-৪, ২-৬, ৬-৪ ও ৬-৪ সেটে পরাজি🅠ত করেন। দুই দ🔯িনে আসর থেকে বিদায় নিলেন দুই মহাতারকা। 

৩৭ বছর বয়সী জোকোভিচ এই প্রথ꧅ম অজি খেলোয়াড় প🐭পেরিনের কাছে পরাজিত হলেন। পপেরিন তার বিরুদ্ধে এরআগে ৪টি ম্যাচেই হেরেছিল। ২২ বছর বয়সী আলকারাজ পরাজিত হন দ্বিতীয় রাউন্ডে আর জোকোভিচ হারলেন তৃতীয় রাউন্ডে।

২৫তম গ্রান্ড স্লাম শিরোপা লাভেꦚ🔯র আশায় ইউএস ওপেন শুরু করেছিলেন জোকোভিচ। প্রথম দুই রাউন্ড ভালোভাবেই পার হন জোকোভিচ। কিন্তু তৃতীয় রাউন্ডে আর পেরে উঠলেন না সর্বকালের  অন্যতম সেরা এই সার্ব মহাতারকা। 

Link copied!