• ঢাকা
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন রূপে চ্যাম্পিয়নস লিগ, দেখে নিন কে কার প্রতিপক্ষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১১:০০ এএম
নতুন রূপে চ্যাম্পিয়নস লিগ, দেখে নিন কে কার প্রতিপক্ষ

ক্লাব ফুটবলে ইউরোপিয়ান ফুটবলের দাপট-আধিপত্য সবাইকে ছাড়িয়ে সবচেয়ে মর্যাদা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হলো𝓰 চ্যাম্পিয়নস লিগ। ইউরোপসেরার প্রতিযোগিতাটির মাহাত্ম্য বোঝানোর আসলে কোcbf প্রয়োজন নেই। এরপরও এটি নিয়ে কথা হচ্ছে কারণ, নতুন মৌসুমে নতুন রূপে হাজির হচ্ছে চ্যাম্পিয়নস লিগ।

আগের মতো গ্রুপ পর্ব নেই এবারের চ্যাম্পিয়নস লিগ। বরং দলগুলো একে অন্যের সঙ্গে লিগ পর্ব খেলে নক আউটে 🅘জায়গা করে নেবে। সেক্ষেত্রে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি আবার তারা খেলবে নিজেদের মাঠে। অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে হওয়া ৩৬ দলের ড্র গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডকে প্রথম পর্বেই মুখোমুখি করছে। এছাড়া রিয়াল খেলবে লিভারপুলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মি♛উনিখ।

পট ১

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ

বরুশিয়া ডর্টমুন্ড (হোম)
লিভারপুল (অ্যাওয়ে)
এসি মিলান (হোম)
আটালান্টা (অ্যাওয়ে)
রেড বুল সালজবুর্গ (হোম)
লিল (অ্যাওয়ে)
স্টুটগার্ট (হোম)
ব্রেস (অ্যাওয়ে)

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ

ইন্টার মিলান (হোম)
পিএসজি (অ্যাওয়ে)
ক্লাব ব্রুজ (হোম)
জুভেন্টাস (অ্যাওয়ে)
ফেয়েনুর্দ (হোম)
স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে)
স্পার্টা প্রাহা (হোম)
স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ

পিএসজি (হোম)
বার্সেলোনা (অ্যাওয়ে)
বেনফিকা (হোম)
শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে)
ডাইনামো জাগ্রেব (হোম)
ফেয়েনুর্দ (অ্যাওয়ে)
ব্রাতিস্লাভা (হোম)
অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

লিভারপুলের প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ (হোম)
আরবি লাইপজিগ (অ্যাওয়ে)
বেয়ার লেভারকুসেন (হোম)
এসি মিলান (অ্যাওয়ে)
লিল (হোম)
পিএসভি (অ্যাওয়ে)
বোলোনিয়া (হোম)
জিরোনা (অ্যাওয়ে)

বার্সেলোনার প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ (হোম)
বরুশিয়া ডর্টমুন্ড(অ্যাওয়ে)
আটালান্টা (হোম)
বেনফিকা(অ্যাওয়ে)
ইয়াং বয়েজ (হোম)
রেড স্টার বেলগ্রেড (অ্যাওয়ে)
ব্রেস (হোম)
মোনাকো (অ্যাওয়ে)

পিএসজির প্রতিপক্ষ

ম্যানচেস্টার সিটি (হোম)
বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে)
অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম)
আর্সেনাল(অ্যাওয়ে)
পিএসভি (হোম)
রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে)
জিরোনা (হোম)
স্টুটগার্ট (অ্যাওয়ে)

ইন্টার মিলানের প্রতিপক্ষ

আরবি লাইপজিগ (হোম)
ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে)
আর্সেনাল (হোম)
বেয়ার লেভারকুসেন(অ্যাওয়ে)
রেড স্টার বেলগ্রেড (হোম)
ইয়াং বয়েজ (অ্যাওয়ে)
মোনাকো (হোম)
স্পার্টা প্রাহা (অ্যাওয়ে)

আরবি লাইপজিগের প্রতিপক্ষ

লিভারপুল (হোম)
ইন্টার মিলান(অ্যাওয়ে)
জুভেন্টাস (হোম)
অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে)
স্পোর্টিং লিসবন (হোম)
সেল্টিক (অ্যাওয়ে)
অ্যাস্টন ভিলা (হোম)
স্তুরম গ্রাজ (অ্যাওয়ে)

এছাড়া উল্লেখযোগ্য দলগু🎃লো কেমন প্রতিপক্ষ🤡 পেয়েছে সেটাও দেখে নেয়া যাক।

বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ

বার্সেলোনা (হোম)
রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে)
শাখতার দোনেৎস্ক (হোম)
ক্লাব ব্রুজ (অ্যাওয়ে)
সেল্টিক (হোম)
ডাইনামো জাগ্রেব (অ্যাওয়ে)
স্তুরম গ্রাজ (হোম)
বোলোনিয়া (অ্যাওয়ে)

বেয়ার লেভারকুসেনের প্রতিপক্ষ

ইন্টার মিলান (হোম)
লিভারপুল (অ্যাওয়ে)
এসি মিলান (হোম)
অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে)
রেড বুল সালজবুর্গ (হোম)
ফেয়েনুর্দ (অ্যাওয়ে)
স্পার্টা প্রাহা (হোম)
ব্রেস (অ্যাওয়ে)

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ

লাইপজিগ (হোম)
পিএসজি (অ্যাওয়ে)
বেয়ার লেভারকুসেন (হোম)
বেনফিকা(অ্যাওয়ে)
লিল (হোম)
রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে)
ব্রাতিস্লাভা (হোম)
স্পার্টা প্রাহা (অ্যাওয়ে)

আটালান্টার প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ (হোম)
বার্সেলোনা (অ্যাওয়ে)
আর্সেনাল (হোম)
শাখতার দোনেৎস্ক(অ্যাওয়ে)
সেল্টিক (হোম)
ইয়াং বয়েজ (অ্যাওয়ে)
স্তুরম গ্রাজ (হোম)
স্টুটগার্ট (অ্যাওয়ে)

জুভেন্টাসের প্রতিপক্ষ

ম্যানচেস্টার সিটি (হোম)
আরবি লাইপজিগ (অ্যাওয়ে)
বেনফিকা (হোম)
ক্লাব ব্রুজ(অ্যাওয়ে)
পিএসভি (হোম)
লিল (অ্যাওয়ে)
স্টুটগার্ট (হোম)
অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

আর্সেনালের প্রতিপক্ষ

পিএসজি (হোম)
ইন্টার মিলান (অ্যাওয়ে)
শাখতার দোনেৎস্ক (হোম)
আটালান্টা (অ্যাওয়ে)
ডাইনামো জাগ্রেব (হোম)
স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে)
মোনাকো (হোম)
জিরোনা (অ্যাওয়ে)

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট 🐟তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬’তে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে 🀅হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অব লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আ🧔গে যেভাবে নকআউট পর্🍸ব হতো, সেভাবেই হবে।

Link copied!