• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দলের খেলোয়াড়দের সতর্ক করে যা বললেন চেলসি কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৬:৫৫ পিএম
দলের খেলোয়াড়দের সতর্ক করে যা বললেন চেলসি কোচ
চেলসির অনুশীলনে কোচ এঞ্জো মারেস্কা (সর্বডানে)। ছবি: সংগৃহীত

বাকি আর মাত্র একদিন। তারমধ্যে অন্য দলে সই না কর🍎লে চেলসিতেই থেকে যেতে হবে রহিম স্টার্লিং, বেন চিলওয়ালের মতো ফুটবলারকে। যে ফুটবলারদের পছন্দ নয় তাদের দল ছাড়তে বলেছেন চেলসির কোচ এঞ্জো মারেস্কা। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দল না ছাড়ুক, এক মিনিটের জন্যও মাঠে নামানো হবে না তাদের।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে চলতি মৌসুমের শুরু থেকে স্টার্লিংরা চেলসির প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। তাদের বিকল্প হিসাবেও কাউকে নামাচ্ছেಌন না কোচ। এমনকি, দলের সঙ্গে অনুশীলনও করতে পারছেন না তারা। আলাদা করে অনুশীলন করছেন। তবুও দল ছাড়েননি স্টার্লিংরা। সেটাই পছন্দ করছেন না মারেস্কা। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে তাদের অন্য দলে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জোর করে দলে থেকে গেলেও স্টার্লিংদের কোনও লাভ হবে না বলে জানিয়েছেন মারেস্কা। এর পরে আবার সেই জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুলবে। তত দিন বেঞ্চে বসে তাদের কাটাতে হবে, এমন🎶টাই জানিয়েছেন মারেস্কা। তিনি বলেন, ‘আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলেছি। সেটা স্টার্লিং বা যে কোনও ফুটবলার হতে পারে। যাদের খেলানো হচ্ছে না, তাদের খেলানো হবে না। সময়ের মধ্যে দল না ছাড়লে ওদের এক মিনিটও খেলতে দেব না। সকলের জন্যই এক নিয়ম। তাই জোর করে দলে থাকলে ওদেরই অসুবিধা হবে।’

স্টার্লিংকে মানুষ ༒হিসাবে অনেক নম্বর দিলেও তাকে তার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন মারেস্কা। তিনি বলেন, ‘স্টার্লিং খুব ভাল মানুষ। কিন্তু আমার দলে ওকে প্রয়োজন নেই। সব কোচের খেলানোর ধরন তো আলাদা।’ গত মৌসুমে চেলসির সহ-অধিনায়ক ছিলেন চিলওয়া𒀰ল। তাকেও তার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন মারেস্কা।

Link copied!