• ঢাকা
  • রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

যুক্তরাষ্ট্র পদকে শীর্ষে, চীন দ্বিতীয় ও জাপান তৃতীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০১:০৭ এএম
যুক্তরাষ্ট্র পদকে শীর্ষে, চীন দ্বিতীয় ও জাপান তৃতীয়
বাস্কেটবল ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আক্রমণে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিক গেমসের পদক লড়াই শেষ। শেষ সোনার পদক জিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবারের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করলো। রোববার বাস্কেটবল ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে পরাজিত করার সুবাদে যুক্তরাষ্ট্র নিকটতম প্রতিদ্বন্দ্বী চীনকে টপকে স🉐েরা হলো। 

দুই দেশের সোনা জয়ের সংখ্যা সমান হলেও মেট পদক বেশি পাওয়ায় যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান লা🔯ভ করেছে।  নিয়ম অনুযায়ী যে দল সোনার পদক বেশি পাবে, তারাই শীর্ষ স্থানে থাকবে। সোনা সমান হলে দেখা যায় কারা রৌপ্য পদক বেশি পায়। সেটাও সমান হলে হিসেবে আসে ব্রোঞ্জ 🙈পদক। 

প্যারিস আসরে যুক্তরাষ্ট্র ৪০টি সোনা, ৪৪টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জ সহ মোট ১২৬টি পদক পেয়েছ🌞ে। চীন ৪০টি সোনা জিতলেও রৌপ্য পদক ২৭টি এবং ব্রোঞ্জ পদক ২৪টি পেয়েছে। মোট পেয়েছে ৯১টি । জাপান ২০টি সোনা, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থান লাভ করেছে। অস্ট্রেলিয়া ১৮টি সোনা পেয়ে চতুর্থ ও ১৬টি সোনা জিতে ফ্রান্স পঞ্চম স্থান লাভ করে।  

ভার🤡তের মতো দেশও ৭১তম স্থান পেয়েছে। সেখানে ভ🦩ারতের মতো একই আবহাওয়া, একই পরিবেশ ও একই খাদ্যাভাসে থাকা  বাংলাদেশ একটি পদকও লাভ করেনি।

Link copied!