আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের পরবর্তী আসর। কিন্তু ভারত এখন পর্যন্✱ত পাকিস্তানে তাদের দল পাঠাতে রাজি হয়🐭নি। এরআগে এশিয়া কাপ ক্রিকেটের সময়ও ভারত পাকিস্তানে দল পাঠায়নি। হাইব্রিড স্টাইলে হয়েছে এশিয়া কাপ। ভারতের ম্যাচগুলো হয়েছে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়।
ভারত এবারও বলেছে, তাদের খেলাগুলো যেন শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাতের মাটিতে আয়োজন করা হয়। কিন্তু আইসিসি এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতের জয় শাহ আইসিসির নতুন সভাপতি হ๊ওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (🎶পিসিবি) আশা করছে, কোহলি-রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাদের দেশে আসবেন।
এরই মধ্যে কথার বোমা ফাটিয়েছেন খোদ পাকিস্তানের সাবেক স্পিন তারকা দানেশ কানেরিয়া। তিনি বলেছেন, “পাকিস্তানের মাটি কোনক্রমেই ভারতীয় খেলোয়াড়দের জন্য নিরাপদ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপের মতো হা𝔉ইব্রিডে আয়োজন করা উচিত।”